• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মনু ও ধলই নদীর পানি

মৌলভীবাজার প্রতিনিধি

  ১৩ জুন ২০১৮, ১৫:৩৫

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজার ও হবিগঞ্জে মনু, ধলই ও খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে।

মৌলভীবাজারে মনু ও ধলই নদীর বেড়িবাঁধের সাতটি জায়গায় ভাঙন দেখা দিয়েছে।

জেলার কুলাউড়া উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। কমলগঞ্জ উপজেলাও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি। হবিগঞ্জ শহর ঘেঁষা খোয়াই নদীর পানি বাড়ায় ঝুঁকিতে আছে জেলা শহরসহ আশপাশের গ্রামগুলো।

এদিকে, খাগড়াছড়ি ও বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। খাগড়াছড়ির চেঙ্গী নদীর পানি কমেছে। তবে কিছু এলাকার নিম্নাঞ্চলের ঘর-বাড়ি ও দোকান-পাট পানিতে ডুবে আছে। এতে দুর্ভোগে পড়েছেন মানুষ। পানি কমায় সকাল থেকে সারাদেশের সঙ্গে বান্দরবানের যান চলাচল শুরু হয়েছে।

পানি কমছে নিম্নাঞ্চলের। ফেনীর মুহুরী নদীর পানি বিপদসীমার ২৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীর আটটি স্থানে বাঁধ ভেঙে ১০ টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি অববাহিকার হালদা, সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি আগামী ২৪ ঘণ্টা ধরে বাড়বে বলে জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণকেন্দ্র।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহিষকে পানি খাওয়াতে যাওয়ার পথে কিশোরের মৃত্যু 
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি, আবেদন করবেন যেভাবে
মেয়েকে নিয়ে দেশত্যাগ, জাপানি মায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি আজ
ধনী শহর হয়েও দুবাই কেন পানিতে তলিয়ে গেল
X
Fresh