• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতিতে উচ্ছেদ অভিযান শুরু

চট্টগ্রাম প্রতিনিধি

  ১১ জুন ২০১৮, ১৭:১১

পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে চট্টগ্রামের মতিঝর্ণা, পোড়া কলোলিসহ বেশ কিছু এলাকায় পাহাড়ে বসবাসরত ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

সোমবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের নেতৃত্বে মতিঝর্ণা এলাকায় প্রায় তিন শতাধিক পরিবারকে সরিয়ে নেয়া হয়।

এর আগে মাইকিং করে অবৈধ স্থাপনা ও বসতঘর সরিয়ে নিতে প্রচারণা চালানো হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসেন আরটিভি অনলাইনকে জানান পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের জন্য সাতটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে সব ধরনের ব্যবস্থা রাখা হয়ছে।

অভিযানে প্রশাসনের কর্মকর্তাসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাহাড়কে অশান্ত করা সরকারের নতুন নাটক : মঈন খান
‘দেশের পাহাড়ি এলাকায় নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার’
পাহাড়ে কুকি-চিনের সশস্ত্র তৎপরতা বিচ্ছিন্ন ঘটনা : কাদের
পাহাড়ি সাত উপজেলায় নিজেদের শাসন চায় কেএনএফ!
X
Fresh