• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাঙামাটিতে ভারি বর্ষণ, ২২টি আশ্রয়কেন্দ্র খুলেছে প্রশাসন

রাঙামাটি প্রতিনিধি

  ১১ জুন ২০১৮, ১৬:১৫

রোববার বিকেল থেকে ভারি বর্ষণ আর ঝড়ো হাওয়ার কারণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেশ কয়েকটি স্থানে বৈদ্যুতিক খুঁটি ও গাছ ভেঙে পড়েছে। পরে প্রশাসন ও দমকল বাহিনীর সদস্যরা এসে তা সরিয়ে নেয়।

আজ সকাল থেকে ভারি বর্ষণ না হলেও লোকজনের মাঝে আতঙ্ক কাটেনি।

ভারি বর্ষণের কারণে রাঙামাটি শহরের চম্পকনগর, শিমুলতলী, রূপনগরসহ বেশ কয়েকটি স্থানে মাটি ধসে পড়ে। তবে এতে কেউ হতাহত ঘটনা ঘটেনি।

জেলা প্রশাসনের তথ্যমতে পৌর এলাকায় ৬০৯টি পরিবার এবং জেলায় ৩ হাজার ৩৭৮টি পরিবার পাহাড়ের ঝুঁকিতে বসবাস করছে।