যুগ যুগ ধরে একটি ব্রিজের স্বপ্নে ১০ গ্রামের মানুষ
আবুল কালাম আজাদ, পাবনা
| ১১ জুন ২০১৮, ১৫:০৪

১০ গ্রামের এই মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এই বাঁশের সাঁকো। রাজনীতিবিদসহ এ এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এ নদীর উপর একটি ব্রিজ নির্মাণের। পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কামারডাংগা, চরপাড়া, ঢালিপাড়া, মোল্লাপাড়া, দাসপাড়া, বেড়পাড়া, মুন্সীপাড়া, ফারাদপুর, তেলিগ্রাম, নন্দনপুর ও শাঁখারী পাড়ার জনগণ নদীতে ব্রিজ না থাকায় ১ হাজার ফুট লম্বা বাঁশের সাঁকো দিয়েই রাত-দিন যাতায়াত করে। এ এলাকার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষক, দিনমজুরসহ সবাই এই ব্রিজ না থাকায় কষ্টে আছেন। বিশেষ করে অসুস্থ ব্যক্তিদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় এ বাঁশের সাঁকো দিয়ে। এছাড়া বাঁশের সাঁকো দিয়ে চলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার স্বীকার হয় দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রী কলেজ, ফজিতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, দুবলিয়া উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীরা। লেখাপড়া করার জন্য প্রতিদিন এই সাঁকোর উপর দিয়ে তাদের যাতায়াত করতে হয়। এ কারণে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। মাঝে মাঝেই শিক্ষার্থীদের হাত থেকে পানিতে ছিটকে পড়ে বই।
শিক্ষার্থীদের অভিযোগ, তারা নিজেদের সামলাবেন নাকি স্কুলের ব্যাগ আর বই ধরবেন।
