• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাঙামাটিতে ভারি বর্ষণে ফের পাহাড়ধসের আশঙ্কা, বন্ধ সড়ক যোগাযোগ

রাঙামাটি প্রতিনিধি

  ১১ জুন ২০১৮, ০৮:৫৫
ছবি: সংগৃহীত

রাঙামাটিতে গতকাল সকাল থেকে টানা বর্ষণে বিপর্যস্ত জনজীবন।

রোববার সকালে থেকে থেমে থেমে এবং বৃষ্টির পরিমাণ কিছুটা কম হলেও বিকেল থেকে টানা ভারি বর্ষণ হয়।

এদিকে ভারি বর্ষণের ফলে পাহাড়ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশে বসবাসরত লোকজনদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

অন্যদিকে গতকাল দুপুরে উন্নয়ন বোর্ডের পাশে দেয়াল ধসে পড়ে। রাতে শহরের চম্পকনগর, শিমুলতলি, ভেদভেদি ও কলেজ গেইট এলাকায় মাটি ভেঙে পড়েছে।