• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাথর নিক্ষেপকারীকে ট্রেন থামিয়ে ধরলেন চালক

অনলাইন ডেস্ক
  ১০ জুন ২০১৮, ১১:৪৭

এক পাথর নিক্ষেপকারীকে চলন্ত ট্রেন থামিয়ে ধরেছে ট্রেনচালক।

শনিবার রাত সোয়া ৯টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের খুলনা-ঈশ্বরদী-ঢাকা রেলরুটের নওয়াপাড়া রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের চালককে লক্ষ্য করে কিছু কিশোর পাথর নিক্ষেপ করে। পরে ওই চালক ট্রেন থামিয়ে ধাওয়া করে তাদের মধ্যে আছিফুর রহমান আছিফকে (১৭) আটক করে যশোর রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
--------------------------------------------------------
আরও পড়ুন : পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ
--------------------------------------------------------

পশ্চিম অঞ্চল রেলওয়ের ডিআরএস অশ্বিন কুমার তালুকদার বলেন, শনিবার খুলনা থেকে ট্রেনটি ছেড়ে রাত ৯টার দিকে নওয়াপাড়া পৌঁছে। নওয়াপাড়া রেল স্টেশন ছাড়ার পর ট্রেনের চালক লোকো মাস্টার (এলএম) সাইদুল ইসলামকে লক্ষ্য করে ৪-৫ জন তরুণ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় চালক ট্রেনটি থামিয়ে দেন।
পরে তিনি ইঞ্জিনে থাকা সহকারী লোকো মাস্টার (এএলএম) ফরজান আহমেদকে সঙ্গে নিয়ে ওই গ্রুপটিকে ধাওয়া করে একজনকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে তাকে যশোর রেলওয়ে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।