• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চাঁদপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

চাঁদপুর প্রতিনিধি

  ০৬ জুন ২০১৮, ০৯:১৮

চাঁদপুরের পুরানবাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে পুরানবাজারের পূর্ব শ্রীরামদী এলাকার বালুর মাঠে এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

নিহতের নাম ইউনুস। তিনি ওই এলাকার মৃত আব্দুল মজিদ মিজির ছেলে। তার বিরুদ্ধে চাঁদপুরসহ বিভিন্ন থানায় ৮টি মাদক মামলা রয়েছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলিউল্লাহ ওলি আরটিভি অনলাইনকে জানান, মাদকের একটি বড় চালানের খবর পেয়ে শ্রীরামদী এলাকার বালুর মাঠে অবস্থান নেয় পুলিশ। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ইউনুস গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি, চারটি কার্তুজের খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh