• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যাত্রীদের দুর্ভোগের অপর নাম ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ জুন ২০১৮, ১৯:১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। যানজট সেখানে নিত্যদিনের ঘটনা। রাজধানীর সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২৩টি জেলার যোগাযোগের একমাত্র সড়কটি বেহাল হওয়ার কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়ে অসংখ্য মানুষ। এ অবস্থায় চলতি বর্ষা মৌসুমে চার লেন প্রকল্পের কাজ চলমান থাকায় এবার ঈদ যাত্রায় চরম যানজট ও ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।

গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের কবলে পড়ে প্রতিদিনই দুর্ভোগ পোহান সাধারণ মানুষ।

বৃষ্টির কারণে এবার মহাসড়কের কদিমধল্যা, পাকুল্যা, নাটিয়াপাড়া, টাঙ্গাইল বাইপাস, এলেঙ্গাসহ বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি চলছে চার লেনের কাজ। এ অবস্থায় প্রতিদিনই জানযট তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : খালেকের স্ত্রী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত
--------------------------------------------------------