• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রলীগ নেতা পিয়াস হত্যায় একজনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

  ০৪ জুন ২০১৮, ১৪:২৬

কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতা শাহরুখ খান ওরফে পিয়াস হত্যার মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মৃত্যদণ্ডপ্রাপ্ত টুটুল হোসেন (৩৮) সদর উপজেলার মোল্লাতেঘরিয়া এলাকার কাশেম মোল্লার ছেলে।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, ওই উপজেলার নলাহিনী ক্যানেলপাড়ার আব্দুল হামিদের ছেলে আশরাফুল ইসলাম ও জুগিয়া এলাকার মোশরফ হোসেন।

এদের মধ্যে টুটুলকে ৫০ হাজার টাকা ও বাকিদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : জুনে দেশে বন্যার আশঙ্কা
--------------------------------------------------------

জানা যায়, ২০১৫ সালের ১০ জুলাই বিকেলে কুষ্টিয়া শহরের হরিশংকপুর এলাকায় নিজ বাড়ির সামনে পিয়াসকে গুলি করেন তিন যুবক। পরে ২৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পিয়াসের বাবা কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের জুনে পুলিশ এই তিন জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৪ বিলিয়ন ডলার জালিয়াতির দায়ে ভিয়েতনামের ধনকুবেরের মৃত্যুদণ্ড
শবে কদরের রাতে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা
শিশুকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুম, যুবকের মৃত্যুদণ্ড
চুয়াডাঙ্গায় দম্পতিকে খুনের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
X
Fresh