• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

১৮ দিন ধরে নিখোঁজ পোশাকশ্রমিক, সন্দেহ স্বামীকে

জয়পুরহাট প্রতিনিধি

  ০২ জুন ২০১৮, ১৮:০৮

গাজীপুরের জয়দেবপুর উপজেলার এক পোশাক কারখানার নারী শ্রমিক ১৮দিন ধরে নিখোঁজ রয়েছেন। গেল ১৬ মে উপজেলার নান্দুয়ান এলাকার ভাড়া বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি ফেন্সি নামের ওই পোশাককর্মী।

নিখোঁজ ফেন্সি জয়পুরহাট সদর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের মৃত তাজ উদ্দিনের মেয়ে। এ ব্যাপারে তার স্বামী সাখাওয়াত হোসেনের নীরব ভূমিকা রহস্যের সৃষ্টি করেছে।

জানা যায়, গত ১৬ মে জয়দেবপুর উপজেলার নান্দুয়ান এলাকার ভাড়া বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি ফেন্সি।

২০০৯ সালের ২৭ জানুয়ারি জয়পুরহাট সদর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের মৃত তাজ উদ্দিনের মেয়ে ফেন্সির সঙ্গে দিনাজপুর জেলার খানসামা উপজেলার বাসলিপাট্ট-জয়গঞ্জ গ্রামের নূরল ইসলামের ছেলে সাখাওয়াত হোসেনের বিয়ে হয়। বিয়ের কিছুদিনের মধ্যে সাখাওয়াত ও তার পরিবার যৌতুকের জন্য ফেন্সিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো বলে ফেন্সির স্বজনরা অভিযোগ করেন।