• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

‘দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভালো’

চট্টগ্রাম প্রতিনিধি

  ০২ জুন ২০১৮, ১৬:৩৬

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। গতবছর আটজন পুলিশ সদস্যকে জেলে দেয়া হয়েছে। আমি মনে করি দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভালো। বললেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার।

শনিবার দুপুরে সিএমপি কার্যালয়ের সামনে মাদকদ্রব্য ধ্বংস করার সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তাদেরকে আইনের হাতে সোপর্দ করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

মো. ইকবাল বাহার বলেন, উৎসমুখ বন্ধ করা গেলে মাদককে নির্মূল করা সহজ হবে। অভিযানের কারণে পরিস্থিতি উন্নতি হলেও সামনে আরও উন্নতি করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট থাকবে হবে।

নগরীর বিভিন্ন স্থান থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ কর্তৃক উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে। এসব মাদকের মধ্যে রয়েছে ১৫ লাখ ৩৮ হাজার পাঁচশ টাকার ইয়াবা ও নয় কেজি ৮০০ গ্রাম গাঁজা।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলেজছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ 
মাদক কারবারে সংশ্লিষ্ট বদির দুই ভাই, জানালো সিআইডি 
মাদক সেবন করে স্ত্রীকে মারধর, কারাগারে স্বামী 
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩
X
Fresh