• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হবিগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি

  ০১ জুন ২০১৮, ২৩:১৬

হবিগঞ্জে চ্যানেল এস-এর সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে মিথ্যা অভিযোগে আটক করে থানায় নিয়ে রাতভর নির্যাতনের প্রতিবাদে জেলায় কর্মরত সাংবাদিকরা সড়ক অবরোধ করেছেন এবং দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

গত বৃহস্পতিবার রাতে শহরের যশেরআব্দা এলাকায় সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের বাসায় একদল পুলিশ প্রবেশ করে তার ভাইয়ের পকেটে কয়েকটি ইয়াবা দিয়ে আটক করে আনতে যায়। এসময় সাংবাদিক জীবনসহ তার পরিবারের লোকজন প্রতিবাদ করলে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। রাতভর জীবনের উপর নির্যাতন করে সকালে তাকে সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : টঙ্গীতে বৃষ্টি হলেই জলাবদ্ধতা, ভোগান্তি চরমে
--------------------------------------------------------

বিষয়টি শুক্রবার সকালে জেলায় কর্মরত সাংবাদিকরা জানতে পেরে দুপুরে প্রেস ক্লাবে এক প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশ শেষে বিকেলে সদর থানার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এ সময় সাংবাদিকরা দ্রুত জীবনকে মুক্তি ও দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় পুলিশের মাদকবিরোধী অভিযানের সংবাদ বর্জনসহ কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, যা বললেন মিশা-ডিপজল
সাংবাদিক-শিল্পীদের মারামারি, যা ঘটেছিল এফডিসিতে
X
Fresh