• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নরসিংদীতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ২০

স্টাফ রিপোর্টার, নরসিংদী

  ০১ জুন ২০১৮, ১৫:৩৭

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন। তাদের বেশির ভাগই টেঁটাবিদ্ধ।

শুক্রবার সকালে সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের কামাল মেম্বার ও কাজী করীম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বৃহস্পতিবার বিকেলে থেকেই টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হতে থাকে দু’পক্ষ।

একপর্যায়ে শুক্রবার সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। টেঁটাবিদ্ধ অবস্থায় ৯ জনকে নরসিংদী সদর হাসপাতাল ও বাকীদের নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেওয়া হবে : ইসি আলমগীর
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
নরসিংদীতে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষ, নিহত ১ 
নরসিংদীতে প্রকাশ্যে ইউপি সদস্যকে গুলি ও গলা কেটে হত্যা 
X
Fresh