• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণালঙ্কার ছিনতাই

সাভার প্রতিনিধি

  ০১ জুন ২০১৮, ১০:৫৮

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে এক জুয়েলারি ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি স্বর্ণাঙ্কার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

এসময় ককটেলের বিস্ফোরণে দোকান মালিক ও তার একজন কর্মচারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার কুমকুমারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইয়ের শিকার সততা জুয়েলার্সের মালিক বিপ্লব সরকার প্রতিদিনের মতো রাতে জুয়েলারি দোকান বন্ধ করে ব্যাগে স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে প্রাইভেটকারে করে এসে একদল দুর্বৃত্ত ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে দোকান মালিক বিপ্লব সরকার ও তার কর্মচারী বিদ্যুৎ রায় আহত হন। একপর্যায়ে দুর্বৃত্তরা বিপ্লবের হাতে থাকা ব্যাগ ভর্তি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। এসময় আতঙ্কগ্রস্ত লোকজন ছুটাছুটি করছিলেন। সেই সুযোগে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা আগে থেকেই ওঁৎ পেতে ছিল। এ ঘটনায় আশুলিয়া থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বর্ণের দাম আরও কমলো
বিশ্বমঞ্চে বক্সিংয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি জিন্নাত ফেরদৌস
দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম 
একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম
X
Fresh