• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ০১ জুন ২০১৮, ০৮:৪২

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে নগরীর কর্ণহার থানার করমজা এলাকার একটি আমবাগানে এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মাদক, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

রাজশাহী র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর আশরাফুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, কর্ণহার থানার করমজা এলাকার একটি আম বাগানে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন খবর পেয়ে র‌্যাব অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। পরে ঘটনাস্থলে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে জানান।

মেজর আশরাফুল ইসলাম আরও জানান, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গাঁজা, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে প্রায় ৫ জোড়া স্যান্ডেল পড়ে ছিল। এতে ধারণা করা হচ্ছে, এখানে আরও অনেকেই ছিলেন।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh