• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

শরীয়তপুরে চাঞ্চল্যকর রীমা হত্যার মূলহোতা গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি

  ৩১ মে ২০১৮, ১৭:৩৪

শরীয়তপুরের জাজিরা উপজেলার চাঞ্চল্যকর রীমা হত্যার মূলহোতা মো. চুন্নু মোড়লকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

বুধবার দিবাগত রাতে মাদারীপুর জেলার কালকিনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প ও জাজিরা থানা সূত্র জানায়, ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর শরীয়তপুর জেলার জাজিরা থানার আহাম্মেদ চোকদার কান্দি গ্রামের ভ্যানচালক ইলিয়াস চোকদারের পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে রিমা আক্তার (১২) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : দুই জেলায় সড়ক দুর্ঘটনায় তিন শ্রমিকসহ নিহত ৪
--------------------------------------------------------

পরে ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ির পাশে মোড়লকান্দি গ্রামের একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জাজিরা থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি মামলা করে রিমার পরিবার।

পরে পুলিশ সন্দেহাতীতভাবে সপ্না, নূরু মোড়ল, সেলিম চৌকিদার ও আল-আমীনকে গ্রেপ্তার করে। তারা আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তাদের স্বীকারোক্তি অনুযায়ী জানা যায়, চুন্নু মোড়ল, সেলিম ও নূরু তিনজন মিলে রীমাকে ধর্ষণের পর হত্যা করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এরপর থেকে ঘটনার মূলহোতা মো. চুন্নু মোড়ল পলাতক ছিল। পরে তার স্ত্রীর ব্যবহৃত মোবাইল এর সূত্র ধরে র‌্যাব-৮ এর একটি দল গতকাল বুধবার গভীর রাতে মাদারীপুর জেলার কালকিনি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে জাজিরা থানায় হস্তান্তর করা হয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামূল হক বলেন, র‌্যাব-৮ চুন্নু মোড়লকে বৃহস্পতিবার দুপুরে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার
নোয়াখালীতে আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার
কেএনএফের আরও ৩ নারী সহযোগী গ্রেপ্তার
চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ৭
X
Fresh