• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রাকৃতিক দুর্যোগের কারণে আম নিয়ে শঙ্কায় চাষি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ৩১ মে ২০১৮, ১৬:১৪

আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জের বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে আম। কিন্তু চাষি ও ব্যবসায়ীদের মধ্যে কাজ করছে লোকসানের আশঙ্কা।

আম চাষিরা বলছেন, এ বছর যে হারে মুকুল এসেছিল ফল নেই সে পরিমাণ। মওসুমের শুরুতে আম গাছে প্রচুর মুকুল আসলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে এখন সেই পরিমাণ আম নেই।

হপার পোকার আক্রমণ, প্রাকৃতিক দুর্যোগ ঝড় ও শিলাবৃষ্টিতে মুকুল ও আম নষ্ট হয়ে গেছে। তাই ক্ষতির মুখে পড়তে পারেন আমের ব্যবসায়ী ও চাষিরা।

তবে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ড. মো. সাইফুল ইসলাম আরটিভি অনলাইনকে জানিয়েছেন, প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগ হয়। এবারও প্রাকৃতিক দুর্যোগে সামান্য কিছু ক্ষতি হলেও উৎপাদন লক্ষ্যমাত্রায় এর কোনো প্রভাব পড়বে না। গত বছর চাঁপাইনবাবগঞ্জে ২৬ হাজার ১৫০ হেক্টর জমিতে আম বাগান ছিল। কিন্তু এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১০ হেক্টরে। গতবার আম উৎপাদন হয়েছিল ২লাখ মেট্রিক টন, এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আড়াই লাখ মেট্রিক টন।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি, পানি স্প্রের পরামর্শ 
রাত পোহালেই শিল্পী সমিতির নির্বাচন, আমেজ নেই এফডিসিতে
X
Fresh