• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কালীগঞ্জে ৫৫ বোতল ফেনসিডিলসহ বাসযাত্রী আটক

গাজীপুর প্রতিনিধি

  ৩১ মে ২০১৮, ০৮:৩২

গাজীপুরের কালীগঞ্জে যাত্রীবাহী একটি বাস থেকে ৫৫ বোতল ফেনসিডিলসহ তাইজুল ইসলাম (৩২) নামের এক বাসযাত্রীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার বিকেলে মাদকের মামলায় তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া।
আটককৃত তাইজুল দিনাজপুরের বিরামপুর উপজেলার নিশিপাবুর গ্রামের মৃত মমতাজ উদ্দিন মণ্ডলের ছেলে।
--------------------------------------------------------
আরও পড়ুন : ‘বড় ভাই’ ছিনতাইকারী চক্রের সাত সদস্য আটক
--------------------------------------------------------
থানার এসআই আশীষ কুমার দাস জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের ভাদার্ত্তী নামক স্থানে বাদশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে তাইজুল নামের এক যাত্রীর কাছে রাখা একটি স্কুল ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ফেনসিডিলসহ তাইজুলকে আটক করে থানায় আনা হয়।
তিনি আরও জানান, মহাখালী থেকে ভৈরবগামী বাদশা পরিবহনের ওই গাড়িতে তাইজুল কালীগঞ্জ-টঙ্গী সড়কের মিরের বাজার এলাকা থেকে ব্যাগ নিয়ে উঠে বসে। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত ফেনসিডিলগুলো দিনাজপুর থেকে নরসিংদীতে চালান করা হচ্ছিল।
আরও পড়ুন :
এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
X
Fresh