• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘বড় ভাই’ ছিনতাইকারী চক্রের সাত সদস্য আটক

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ৩০ মে ২০১৮, ১৪:২৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার তিনপুল এলাকা থেকে বড় ভাই ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

বুধবার সকালে সাতজনের আটকের বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন ।

আটককৃতরা হলেন, গোলাম রসুল সানি (২২), জেবিন (২৮), মো. শহিদুল ইসলাম সেন্টু (৩০), নাঈম হোসেন (২০), আবু হেনা রনিক (২২), আক্তার হোসেন মামুন (২০) ও সাব্বির খন্দকার (২০)।

ওসি মহসিন জানান, আটককৃতরা বিভিন্ন সময়ে নিজেদেরকে বড় ভাই পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে।

তিনি আরও জানান, এ ছিনতাই চক্রটি নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের টার্গেট করে তাদের বড় ভাই পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনতাই করত।

--------------------------------------------------------
আরও পড়ুন : আমের ‘সেরা’ হাড়িভাঙ্গা
--------------------------------------------------------

আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানার একাধিক মামলা আছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দর এলাকায় ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
ময়মনসিংহে দৌড়ে ছিনতাইকারী ধরলেন ডিবির ওসি
ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাভারে যুবকের মৃত্যু
ট্রেনে ছুরিকাঘাতে যাত্রী নিহত, অভিযানে ১৮ ছিনতাইকারী গ্রেপ্তার
X
Fresh