• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নিজ বাড়িতে ছাত্রলীগ নেতার গুলিবিদ্ধ মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি

  ৩০ মে ২০১৮, ০৯:৩৩

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের এক সহ-সভাপতি নিজ বাড়িতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মঙ্গলবার দিনগত রাতে সদর উপজেলার হরিপুর ইউনিয়নের ফারাজিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ নেতার নাম নাজমুল হোসেন (৩০)। তিনি ওই এলাকার আলতাফ হোসেনের ছেলে।

নাজমুলের খালাতো ভাই মিলন আরটিভি অনলাইনকে জানান, ঘটনার সময় নাজমুল তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। সেহরি রান্নার জন্য নাজমুলের নববধূ উর্মি রান্নাঘরে যান। এসময় তিনি গুলির শব্দ শোনেন। ঘরে এসে দেখেন নাজমুল রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। এরপর দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান, নিহতের মাথায় গুলি লেগেছে।

তবে কীভাবে কারা নাজমুলকে গুলি করেছে সে বিষয়ে কিছুই বলতে পারেননি স্ত্রী উর্মি। গত রোববার নাজমুলের সঙ্গে উর্মির বিয়ে হয়।

এলাকাবাসী জানান, গত কয়েকদিন ধরে নাজমুল হতাশাগ্রস্ত ছিলেন। নববধূর সঙ্গে তার ঝগড়াও হচ্ছিল।

কুষ্টিয়া মডেল থানার এসআই আতিকুর রহমান জানান, কীভাবে নাজমুলকে হত্যা করা হয়েছে তা একমাত্র নাজমুলের স্ত্রী উর্মিই বলতে পারেন। এই মুহূর্তে তার সঙ্গে কথা বলার পরিবেশ নেই। তবে জিজ্ঞাসাবাদের জন্য নাজমুলের স্ত্রী উর্মিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের ১ নম্বর সহ-সভাপতি আরশেদ আলী আরটিভি অনলাইনকে জানান, নামজুলকে কীভাবে হত্যা করা হয়েছে, এ বিষয়ে তাদের কাছেও সুনির্দিষ্ট কোনও তথ্য নেই।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ‘হিটস্ট্রোকে’ শিক্ষার্থীর মৃত্যু
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
X
Fresh