• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

  ২৮ মে ২০১৮, ১৭:২০

পুকুরের পানিতে ডুবে মৌলভীবাজার সদর উপজেলায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিশু।

সোমবার দুপুর আড়াইটার দিকে পৌর শহরের সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পুড়াকান্দা গ্রামের চান মিয়ার মেয়ে অঞ্জনা আক্তার (৭) ও একই থানাধীন বাহেরবালি গ্রামের সিদ্দিক আলীর মেয়ে তানিয়া আক্তার (৭)।

নিহত দুজন পরিবারের সঙ্গে সুলতানপুর এলাকায় শামীম মিয়ার কলোনিতে ভাড়া থাকতো। তারা শহরের শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় আহত শিশুর নাম আয়েশা আক্তার (৮)।

--------------------------------------------------------
আরও পড়ুন : বাবা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতন: মামলা তুলে নিতে বাদীকে হুমকি
--------------------------------------------------------

মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে পুকুর পারে তানিয়া, অঞ্জনা ও আয়েশা খেলা করছিলো। এসময় তারা পানিতে গোসলের জন্য নামলে তিনজনই সেখানে ডুবে যায়। পরে ইমরান হোসেন নামে এক যুবক আয়েশাকে পানিতে হাবুডুবু খেতে দেখে তাকে উদ্ধার করলে সে জানায় আরও দুজন পানিতে ডুবে আছে। পরে তানিয়া ও অঞ্জনাকেও উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অষ্টগ্রামে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সারাদেশে হিট স্ট্রোকে ৫ জনের মৃত্যু
ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
X
Fresh