• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভিন্ন স্বাদের লিচুর গ্রাম ‘মঙ্গলবাড়িয়া’

তানভীর হায়দার, কিশোরগঞ্জ

  ২৭ মে ২০১৮, ১৩:১৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়া গ্রামে এখন পুরোদমে লিচু পাড়ার কাজ চলছে। প্রতিটি গাছে থোকা থোকা লিচু সকলের মন কাড়ছে। মিষ্টি ও টক স্বাদে ভরপুর এ লিচুর কদর রয়েছে সারাদেশ জুড়েই। তাই দূরদূরান্ত থেকে ক্রেতারা মঙ্গলবাড়িয়ায় এসেই লিচু কিনছেন। এতে কৃষকরাও ভালো আয়ের মুখ দেখছেন।

এদিকে মঙ্গলবাড়িয়ার লিচু পাড়াকে ঘিরে পুরোগ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিটি বাড়িতে বেড়াতে এসেছেন আত্মীয়-স্বজনরা।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার মঙ্গলবাড়িয়া গ্রামে বহু বছর ধরে লিচুর আবাদ হয়ে আসছে। সড়কের দুইপাশে, বাড়ির উঠানে, আঙ্গিনায় ও ক্ষেতের আইলে লিচু গাছ রয়েছে। গ্রামের প্রতিটি বাড়িতে ৫টি, ১০টি এমনকি ১০০টি পর্যন্ত লিচু গাছ রয়েছে।

বৈশাখ মাসের শেষের দিকে লিচু পাকা শুরু হয়। তখন পাকা লিচু গাছ থেকে পাড়ার ধুম পড়ে যায়। চলে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি পর্যন্ত। লিচু পাড়াকে ঘিরে পুরো গ্রামের উৎসবের আমেজ বিরাজ করে।

--------------------------------------------------------
আরও পড়ুন : চট্টগ্রামে বৃদ্ধা খুনের ঘটনায় আটক ২
--------------------------------------------------------

মঙ্গলবাড়িয়া গ্রামের দেড়শতাধিক কৃষক এ লিচু চাষে জড়িত। এ গ্রামে তিন হাজারের অধিক লিচু গাছ রয়েছে। অনেক কৃষক গাছে লিচু ধরার পর পরই গাছগুলো পাইকারদের কাছে বিক্রি করে দেয়। তখন তারা একসঙ্গে অনেক টাকা পেয়ে থাকেন। পরে পাইকাররা কিনে নেয়া লিচু গাছের পরিচর্যা করে থাকেন।

লিচু ব্যবসায়ী নওফেল জানান, এখানকার লিচু দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকেন। আবার অনেকেই মঙ্গলবাড়িয়ায় এসে লিচু কিনে নিয়ে যান। স্বাদে অনন্য থাকায় এ লিচুর দামও অনেকটাই বেশী। ১০০ পিস লিচু ৫০০ টাকার চেয়ে বেশী দামে বিক্রি হচ্ছে। ফলে লিচু ব্যবসার সঙ্গে জড়িতরা ভালো আয় করে থাকেন।

মুখলেছুর রহমান বলেন, লিচু পাকার পর মঙ্গলবাড়িয়া গ্রামের প্রতিটি পরিবারের আনন্দ বিরাজ করে। প্রতিটি পরিবারের আত্মীয়-স্বজনরা এ গ্রামে বেড়াতে আসে। তাদেরকেও বাড়িতে ফেরার সময় সঙ্গে লিচু দিয়ে বিদায় জানানো হয়। এটা যেনো এখানকার নিয়মে পরিণত হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ড. গৌর গোবিন্দ আরটিভি অনলাইনকে জানান, মঙ্গলবাড়িয়া লিচুর ভিন্ন স্বাদ থাকায় দিন দিন ক্রেতাদের আকর্ষণ বাড়ছে। এ লিচু উৎপাদনকারী কৃষকদেরকে বিভিন্নভাবে সহায়তা করা হয়ে থাকে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাবিপ্রবি শিক্ষকের আবেদনে দিনাজপুরে হচ্ছে লিচু চত্বর
X
Fresh