• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দর্শনায় ৫০ লাখ টাকার সোনার বারসহ আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ২৫ মে ২০১৮, ২১:০৪

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে অভিযান চালিয়ে ৯টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। জব্দকৃত সোনার পরিমাণ ১ কেজি, যার মূল্য বাংলাদেশি মুদ্রায় ৫০ লাখ টাকা।

আটককৃতের নাম আব্দুল মোতালেব (৫৩)। তিনি গাজীপুর জেলার টঙ্গি উপজেলার মনুনগর মনসুর আলী রোডের মৃত আবুল কাশেমের ছেলে।

শুক্রবার দুপুরে দর্শনা চেকপোস্ট হয়ে ভারতে যাওয়ার সময় সোনার বারসহ তাকে আটক করে বেনাপোল থেকে আসা শুল্ক ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।

--------------------------------------------------------
আরও পড়ুন : চট্টগ্রামে কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
--------------------------------------------------------

ঘটনার সত্যতা নিশ্চিত করে দর্শনা কাস্টমস সুপার সনজিত কুমার জানান, যশোর বেনাপোল শুল্ক ও গোয়েন্দা বিভাগের রাজস্ব কর্মকর্তা ছবিরাণী দত্তের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দর্শনা চেকপোস্টে অভিযান চালায়। এসময় পায়ের জুতার সোলের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সোনার বারসহ আব্দুল মোতালেবকে আটক করা হয়।

জব্দকৃত সোনার বার দর্শনা কাস্টমসে এবং আসামিকে দামুড়হুদা মডেল থানায় মামলাসহ হস্তান্তর করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন :

কে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
কোটি টাকার স্বর্ণসহ নারী চোরাকারবারি আটক
মেয়াদোত্তীর্ণ ইনজেকশন সংরক্ষণ, ২ ক্লিনিককে লাখ টাকা জরিমানা
মাদক মামলায় একজনের যাবজ্জীবন
X
Fresh