• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

যতীন সরকারকে সম্মাননা দিলো নজরুল বিশ্ববিদ্যালয়

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ২৫ মে ২০১৮, ১৯:৩৫

নজরুল গবেষণা ও নজরুলসঙ্গীতে বিশেষ অবদানের জন্য অধ্যাপক যতীন সরকারসহ ৪ গুণীজনকে সম্মাননা দিয়েছে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আজ শুক্রবার ১১৯তম নজরুলজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে তাদের সম্মাননা প্রদান করা হয়।

নজরুল গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেয়া হয় দেশবরেণ্য বুদ্ধিজীবী, প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার ও আবু হেনা আবদুল আউয়াল এবং নজরুলসঙ্গীতে সম্মাননা দেয়া হয় নজরুল সঙ্গীতশিল্পী এম এ মান্নান ও মালা রায়কে।
--------------------------------------------------------
আরও পড়ুন : মরণফাঁদ শরীয়তপুর-চাঁদপুর মহাসড়ক, সংস্কারে ধীরগতি
--------------------------------------------------------

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে, নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের শিক্ষক নুসরাত শারমিন তানিয়া ও মাজাহারুল হোসেন তোকদারের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর প্রমুখ।অনুষ্ঠান শেষে সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা তাদের অনুভূতি প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, গুণীদের সম্মাননা দিয়ে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার সম্মানিত ও গর্বিত বোধ করছি।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ টাকা লিটার দুধ বিক্রি করে ভোক্তা অধিকারের সম্মাননা পেলেন এরশাদ
‘জয়া আলোকিত নারী’ সম্মাননা পেলেন ৮ মহীয়সী
জাতির পিতাও চাইতেন নারীরা এগিয়ে থাকুক : প্রধানমন্ত্রী
পাঁচ নারী পেলেন জয়িতা সম্মাননা
X
Fresh