• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে নিখোঁজের আড়াই মাস পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি

  ২৪ মে ২০১৮, ১৩:৩৩

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পলাশীহাটা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসান বাবু নিখোঁজের দুই মাস ১৭ দিন পর তার মরদেহ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাত ১ টার দিকে উপজেলার কেশরগঞ্জ বাজারের একটি ঘরে মাটির নিচ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক করা হয় তুষার ও আল আমিন নামে তার দুই বন্ধুকে। পুলিশ বলছে ত্রিভুজ প্রেমের কারণেই মেহেদী খুন হতে পারে।

--------------------------------------------------------
আরও পড়ুন : পাঁচ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৭
--------------------------------------------------------

পুলিশ জানায়, প্রেম সংক্রান্ত বিরোধের জেরে গত ৬ মার্চ দুপুরে মেহেদীর বন্ধু তুষার তাকে ডেকে নিয়ে উপজেলার কেশরগঞ্জ বাজারে একটি গুদাম ঘরে প্রথমে ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করে। পরে তার মুখ চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে তুষার। এসময় তাকে সহযোগিতা করে আরেক বন্ধু আল আমিন। হত্যা শেষে ওই ঘরের মেঝেতে গর্ত করে মরদেহ পুতে রাখে দুই বন্ধু।

পুলিশ বলছে, তুষার ও আল আমিনকে আটকের পর তাদের তথ্যের ভিত্তিতেই মরদেহের অবস্থান শনাক্ত করা হয়।

এদিকে ছেলে হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছেন নিহত মেহেদীর পিতা ও এলাকাবাসী ।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নৌকা থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ
নিখোঁজের ৮ দিন পর নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার 
নদীতে গোসলে নেমে নিখোঁজ নৌ সৈনিক, মরদেহ উদ্ধার
নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার
X
Fresh