• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যমুনায় ঝুলে আছে প্রাথমিক বিদ্যালয়টি

মানিকগঞ্জ প্রতিনিধি

  ২০ মে ২০১৮, ১৯:৩২

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার যমুনার তীরে অবস্থিত ৪৪ নং বাচামরা উত্তরখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়। যে স্কুলটি হাজারও শিক্ষার্থীর কলকাকলিতে মুখরিত ছিল। সেই স্কুলটি এখন যেকোনো মুহূর্তে যমুনা নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসডি মামুন হাওলাদার আরটিভি অনলাইনকে জানান, প্রায় অর্ধশত বছরের পুরনো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার আর কোনো সুযোগ নেই। ভাঙনের যে অগ্নিমূর্তি তাতে এ যাত্রায় আর রক্ষা করার কোনো পদক্ষেপ নেয়া সম্ভব নয়। তবে তিনি জানালেন, যমুনা নদীর ভাঙনের কবল থেকে বাচামারা এলাকা রক্ষা করতে ৩ কোটি ৬৫ লাখ টাকার একটি প্রকল্প নেয়া হয়েছে। যা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

৪৪ নং বাচামরা উত্তরখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রিক্তা আক্তার জানান, তিন বছর ধরে বিদ্যালয়টি ভাঙনের আশঙ্কার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার পত্র মারফত জানালেও তারা ভাঙন রোধ কিংবা ভবন স্থানান্তরের কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। এখন বিদ্যালয়টি রক্ষাসহ প্রায় পৌনে দুইশত শিক্ষার্থীর লেখাপড়া অনিশ্চিত হয়ে পরেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : খুলনায় বিএনপির সাধারণ সম্পাদকসহ ৪ নেতা কারাগারে
--------------------------------------------------------