• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

৬৫ দিন সাগরে মাছ শিকার নিষিদ্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৯ মে ২০১৮, ১৭:২৮

মাছের প্রজনন ও সর্বোচ্চ সংরক্ষণের স্বার্থে আগামী ২০ মে থেকে বঙ্গোপসাগরে মাছ শিকার নিষিদ্ধ হচ্ছে। এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে টানা ৬৫ দিন অর্থাৎ ৩ জুলাই পর্যন্ত।

শনিবার দুপুরে বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক কাজী শামস আফরোজ।

কাজী শামস আফরোজ জানান, সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের জন্য গভীর সমুদ্রে বাণিজ্যিক ট্রলারে ৬৫ দিন মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩-এর পার্ট ১১ রোলস ৫৫ (২) বি-এর ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চট্টগ্রাম জেলার মৎস্য কর্মকর্তা মো. মমিনুল হক আরটিভি অনলাইনকে জানিয়েছে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরের বাণিজ্যিক ট্রলারে মাছ ধরা যাবে না।

--------------------------------------------------------
আরও পড়ুন : ‘সেপ্টেম্বরের মধ্যে ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর’
--------------------------------------------------------

মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম অফিস সূত্রে জানা যায়, কোস্টগার্ড, নৌ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

আরও পড়ুন :

এসএস/কে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু
জালে ধরা পড়ল ৪০০ কেজি ওজনের ‘তলোয়ার’ মাছ
টাইগারদের প্রস্তুতি ক্যাম্পে গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ
নারী কর্মীদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
X
Fresh