• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কিশোর নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মে ২০১৮, ১০:৪৪

ময়মনসিংহের নান্দাইলে হত্যা মামলায় গ্রেপ্তার মো. ইমন (১৯) নামে এক কিশোর গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও বড় ছুরি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার গভীর রাতে নান্দাইল চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নান্দাইল মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিয়া আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গেলো বৃহস্পতিবার নান্দাইল উপজেলার বড়াইল এলাকায় চালক রানাকে (১৫) হত্যা করে অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন শুক্রবার এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। এরপর এ হত্যা মামলার এজাহার আসামি মো. ইমনকে (১৯) গ্রেপ্তার করা হয়। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ওসি বলেন, শুক্রবার রাত আড়াইটার দিকে তাকে নিয়ে নান্দাইল চৌরাস্তা এলাকায় পলাতক আসামি প্রান্তকে গ্রেপ্তার করতে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। এসময় প্রান্ত ও তার সহযোগীরা আসামি ইমনকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ইমন গুলিবিদ্ধ হয়। পরে ইমনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh