• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অল্পের জন্য রক্ষা পেলো লঞ্চের যাত্রীরা

চাঁদপুর প্রতিনিধি

  ১৮ মে ২০১৮, ১৪:০৬

চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা নদীতে ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি গ্রিন লাইনকে বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দিয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে লঞ্চটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যাত্রীরা সবাই অক্ষত রয়েছেন। ঘটনার পর লঞ্চটি জরুরি ভিত্তিতে পারে নোঙর করা হয়।

চাঁদপুর নৌ পুলিশ জানায়, সকালে যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে এমভি গ্রিন লাইন লঞ্চটি। পথে মতলব উত্তরের এখলাসপুর এলাকায় একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ক্ষতিগ্রস্ত হয়।

এসময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে লঞ্চটি এখলাসপুর এলাকায় মেঘনা নদী পারে নোঙর করে রাখা হয়েছে।

চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ির ওসি রেজাউল করিম ভূঁইয়া জানান, লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যাত্রীদের বিকল্প লঞ্চে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেয়া হয়েছে।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোহিত সাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে ৩৩ প্রাণহানি
নৌকা থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ
মালয়েশিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
নদীতে গোসলে নেমে নিখোঁজ নৌ সৈনিক, মরদেহ উদ্ধার
X
Fresh