• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আইপিএল নিয়ে চায়ের দোকানে জুয়া, দেড় লাখ টাকা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১৭ মে ২০১৮, ১৮:৫৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলকে কেন্দ্র করে সারা বাংলাদেশে জমে উঠেছে জুয়ার আসর। বিভিন্ন চায়ের স্টলে বসে থাকে এই জুয়ার আসর। কিশোর, যুবক ও বৃদ্ধ সবাই এই জুয়া খেলায় ব্যস্ত। ব্রাহ্মণবাড়িয়া জেলাও এর ব্যতিক্রম নয়।

গতকাল বুধবার রাতে শহরের কাজীপাড়া মাহমুদ শাহ রোডের একটি চায়ের দোকান থেকে মোম্বাই ইন্ডিয়ানস ও কিংস ইলেভেন পাঞ্জাবের খেলা চলার সময় ৩৩ জুয়ারিকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ১লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাক্ষৎণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা আটক প্রত্যেক জুয়ারিদের তিন দিনের সাজা দেন।

সাজাপ্রাপ্ত জুয়ারিদের মধ্যে সেন্টু, হারুন, হাবিব, আলী, মনির, হোসেন, সোহরাব, খায়েশ, হুমায়ূন, তাপস, কাশেমের নাম জানা গেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন :চট্টগ্রামে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক
--------------------------------------------------------

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন আরটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল কবির, সদর থানার ওসি (তদন্ত) জিয়াউল হক, উপ-পুলিশ পরিদর্শক সোহাগ রানা, দেলোয়ার হোসেন, নাজমুল হোসেন, আরিফুর রহমান ও মো. সায়েদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেন্নাইকে বিধ্বস্ত করে জয়ে ফিরলো লখনৌ
টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস
কলকাতাকে হারাতে জার্সি বদল কোহলিদের
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh