• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিলুপ্ত ছিটমহলবাসীর প্রথম ভোট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ অক্টোবর ২০১৬, ১২:৩৪

দীর্ঘ ৬৮ বছরের অবরুদ্ধ জীবনের ইতি ঘটলো। প্রথমবারের মতো ভোট দিলেন লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলের ৩ উপজেলার ৮ ইউনিয়নের মানুষ। পাশাপাশি কুড়িগ্রামের ছিটমহলযুক্ত ৬ ইউনিয়নে ও পঞ্চগড়ের ৩ উপজেলার বিলুপ্ত ছিটমহলযুক্ত ৮ ইউনিয়নে চলছে ভোট।

সকাল ৮টা-বিকেল ৪টা সময়সীমায় চলছে ভোটগ্রহণ।

দেশব্যাপী অনুষ্ঠিত ইউপি নির্বাচনের সময় তফসিল ঘোষণা করা হলেও পরবর্তী সময়ে তা স্থগিত করা হয়। এরপর বিলুপ্ত ছিটমহলের অধিবাসীদের ভোটার তালিকাভূক্তিসহ জাতীয় পরিচয়পত্র দেয়ার পর নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা হয়। তফসিল অনুযায়ী লালমনিরহাটের ৩ উপজেলার ছিটমহলের ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

প্রথমবারের মতো পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে খুশি বিলুপ্ত ছিটমহলবাসী।

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সবার সহযোগিতা চেয়েছেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম।

এসএস/এসজেড

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh