• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী আটক

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৭ মে ২০১৮, ১৭:৩৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার কাজির দেউড়ী ও বায়েজীদ বোস্তামী থানা এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাই চক্রের চার সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে চারজনকে আটক করা হয়েছে বলে আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন।

গ্রেপ্তাররা হলেন মো. সুমন (৩২), মো.আনোয়ার হোসেন (৩০), বশির আহমেদ (৩২) ও সিএনজি অটোরিকশা চালক খুরশেদ আলম (৩৫)।

--------------------------------------------------------
আরও পড়ুন : বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় চবি শিক্ষকদের বিরুদ্ধে মামলা
--------------------------------------------------------

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন আরটিভি অনলাইনকে জানান, আটককৃতরা নির্জন স্থানে মানুষকে অস্ত্র ঠেকিয়ে টাকা-পয়সা হাতিয়ে নিত। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাজির দেউড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রথমে তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তিনজনের কাছে কাছ থেকে একটি এলজি, দুটি কার্তুজ ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। নগরীর বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে বলে জানান ওসি মহসিন।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে ওই তিনজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ভোরে বায়েজিদ বোস্তামি এলাকা থেকে অটোরিকশা চালক খোরশেদকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন কাজে তারা খোরশেদের অটোরিকশা ব্যবহার করত।

আটক চারজনের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা ও একটি ডাকাতি মামলা করা হয়েছে বলেও জানান ওসি মহসিন।

আরও পড়ুন :

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে আটক ২০ 
আবাসিক হোটেল থেকে জাল নোটসহ আটক ২ 
সংসদ সদস্যের গাড়িতে হামলা, যুবক আটক
লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন আটক
X
Fresh