• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগের জনসভার খাবার খেয়ে অসুস্থ ২ শতাধিক

ঝিনাইদহ প্রতিনিধি

  ১৭ মে ২০১৮, ১৪:২৬

ঝিনাইদহের কোটচাদপুরে একটি জনসভার খাবার খেয়ে ২ শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার উপজেলার মেইন বাসস্ট্যান্ডে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাবেক সংসদ সদস্য পারভীন তালুকদার মায়া এই সমাবেশের আয়োজন করে। সেখানে পরিবেশিত বিরিয়ানি খেয়েই এই অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১টার দিকে জেলার কোটচাদপুর উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লতার সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়।

এরপর বিকেল ৩ টার দিকে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরিয়ারি সরবরাহ করা হয়। এই খাবার খেয়ে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় দুই শতাধিক মানুষ কোটাচদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। একসঙ্গে রোগীর চাপের কারণে হাসপাতালে স্যালাইন সংকট দেখা দিয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : দায়িত্বে অবহেলার কারণে খুলনায় ওসিকে প্রত্যাহার
--------------------------------------------------------

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: নাজমুস সাকিব আরটিভি অনলাইনকে জানান, এখন পর্যন্ত খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে দুইশ’ ২৮ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

আরও পড়ুন :

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ খন্দকার মোশাররফকে দেখতে গেলেন মির্জা ফখরুল
গরমে বাড়ছে জ্বর-ডায়রিয়া, অসুস্থদের অধিকাংশই শিশু
অসুস্থ পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে আইজিপি
অসুস্থ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
X
Fresh