• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দুই বিঘা জুড়ে একটি আমগাছ

জয়নাল আবেদিন বাবুল, ঠাকুরগাঁও

  ১৬ মে ২০১৮, ১৫:২৩

দুই বিঘা এলাকা জুড়ে ঠাকুরগাঁওয়ের সেই ঐতিহাসিক সূর্যপুরী আম গাছটিতে ভাগ্য ফিরেছে সাইদুরের। গাছটির আম এবার আগাম বিক্রি হয়েছে দেড় লাখ টাকায়। আমও ধরেছে প্রচুর। তবে ঝড়-বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগ নিয়ে শঙ্কায় থাকলেও টাকা তুলে আরও লাভ করার আশা করছেন গাছটির আম লিজ নেয়া ব্যবসায়ী জামান। কৃষি বিভাগ মনে করছেন, সূর্যপুরি জাতের আম চাষ সম্প্রসারণের মাধ্যমে এ অঞ্চলের কৃষকরা আরও লাভবান হবেন।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি এলাকায় ২ বিঘারও অধিক এলাকা জুড়ে বিস্তৃত সূর্যপুরি জাতের আম গাছটি ইতোমধ্যে এশিয়ার বৃহত্তম আম গাছ হিসেবে পরিচিতি লাভ করেছে।

প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে গাছটি দেখতে। গাছ মালিক সাইদুর রহমান এরইমধ্যে গাছের চারপাশ বেড়া দিয়ে ঘিরে ফেলেছেন। ভেতরে যেতে জন প্রতি ১০ টাকা করে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এতে প্রতিদিন গড়ে এক থেকে দেড় হাজার টাকা আয় হচ্ছে তার। এদিকে গাছের আমও প্রতিবছর বিক্রি হচ্ছে লাখ টাকায়। দেড় লাখ টাকায় আম লিজ নিয়েছে ব্যবসায়ী জামান।

--------------------------------------------------------
আরও পড়ুন : ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
--------------------------------------------------------