• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিমেন্ট কারখানা পরিষ্কার করতে গিয়ে মুন্সীগঞ্জে দুই শ্রমিকের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ১৪ মে ২০১৮, ১১:৫৪

মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরে এমআই সিমেন্ট কারখানা পরিষ্কার করতে গিয়ে মো. শাহীন (৩১) ও মো. রাশিদুল (২৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন হাফিজুর রহমান (২২) নামে আরও এক শ্রমিক।

সোমবার সকাল ৭টার দিকে বন্ধ থাকা ফ্যাক্টরির ভেতরে পরিষ্কার করতে গিয়ে জমাটবাঁধা সিমেন্ট শরীরে চাপা পড়ে এই ঘটনা ঘটে।

নিহত শাহীন চাঁদপুরের মতলবের মান্দাতলা গ্রামের শাহাদত খন্দকারের ছেলে। আহত হাফিজুর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দশআনী বকশিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। তবে রাশিদুলের ঠিকানা জানা যায়নি।

--------------------------------------------------------
আরও পড়ুন : ঢাকায় গ্রেপ্তার, ‘বন্দুকযুদ্ধে’ ময়মনসিংহে নিহত
--------------------------------------------------------

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন আরটিভি অনলাইনকে বলেন, সকাল ৭টার দিকে ওই শ্রমিকরা ফ্যাক্টরির বন্ধ থাকা সিমেন্ট মিক্সিং হাউস (হপার) পরিষ্কার করতে গেলে জমাটবাঁধা সিমেন্টের একটি বড় খণ্ড শরীরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। অপর আহত শ্রমিক উপরে ছিলেন। তিনি এ ঘটনা দেখে অজ্ঞান হয়ে যান। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন :

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরের টঙ্গীতে ঝুটের গুদামে আগুন
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
হবিগঞ্জে চিপসের কারখানায় আগুন
শতভাগ কারখানায় বেতন-ভাতা পরিশোধ : বিজিএমইএ
X
Fresh