• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সরকার নির্বাচন বানচালের চেষ্টা করেছিল: হাসান উদ্দিন সরকার

টঙ্গী প্রতিনিধি

  ১৩ মে ২০১৮, ২১:০৯

সরকার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন বানচাল করার চেষ্টা করেছিল বলে মন্তব্য করলেন বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার।

নির্বাচন কমিশন আগামী ২৬ জুন নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করায় রোববার বিকেলে নিজ বাসভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

হাসান উদ্দিন সরকার বলেন, আমি আগেই ঘোষণা দিয়েছিলাম নির্বাচনের জন্য আইনি লড়াই, মাঠের লড়াই এবং ভোটের লড়াই চালিয়ে যাওয়ার। নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, এখানে প্রশাসনিকভাবে ষড়যন্ত্র, অবিচার ও জুলুম করা হচ্ছে। এসব ব্যাপারে কমিশনের হস্তক্ষেপ করা প্রয়োজন। একজন প্রার্থীর সমর্থক ও দায়িত্বশীল কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, তাদের বাড়ি গিয়ে পুলিশি তল্লাশি চালানো হচ্ছে।

আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে বিএনপির প্রার্থী বলেন, এখনও মাইকে নৌকা প্রতীকের প্রকাশ্য প্রচারণা চালানো হচ্ছে। গত শুক্রবার আওয়ামী লীগের মেয়রপ্রার্থী টঙ্গী সরকারি কলেজ মসজিদে নগদ ২০ হাজার টাকার অনুদান দিয়েছেন।

এসবের বিরুদ্ধে নির্বাচন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করে, তবে আদালতের শরণাপন্ন হবেন বলে জানান হাসান উদ্দিন সরাকর।

কে/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
গাজীপুরের টঙ্গীতে ঝুটের গুদামে আগুন
শটগান নিয়ে জমি মাপায় বাধা স্বেচ্ছাসেবক লীগ নেতার
X
Fresh