• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিএনপি মিথ্যাচারের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়: জাহাঙ্গীর

গাজীপুর প্রতিনিধি

  ১৩ মে ২০১৮, ১৯:৫৩

বিএনপি কৌশলে ব্যারিস্টার মওদুদের মাধ্যমে মামলা করেছিল। তারা চেয়েছিল সরকারকে বেকায়দায় ফেলার জন্য। কিন্তু আমি সর্ব্বোচ্চ আদালতে আপিল করার পর আদালত সুবিবেচনা করে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে রায় দিয়েছেন। বললেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম।
রোববার বিকেলে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আরও বলেন, বিএনপি কূটকৌশলের আশ্রয় নিয়ে নির্বাচন কমিশন, সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল। সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপি একটি মিথ্যাচার এবং অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চায়। সেই হিসেবে আমি বিশ্বাস করি সত্যের জয় হয়েছে।

ভোটের মাধ্যমেই প্রমাণিত হবে গাজীপুরের জনগণ আমাকে, নৌকাকে এবং আওয়ামী লীগকে ভালবাসে। আগামী ২৬ জুন তারিখে লাখ লাখ ভোটের ব্যবধানে নৌকার জয় হবে। ভোটের মাধ্যমেই জনগণ বিএনপির মিথ্যাচার ও দেশদ্রোহী কর্মকাণ্ড প্রতিহত করবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : নির্বাচনের মাঠে ফাউল করলে জনগণ লালকার্ড দেখাবে: স্বাস্থ্যমন্ত্রী
--------------------------------------------------------