• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘পাহাড়ে আর রক্ত দেখতে চাই না’

খাগড়াছড়ি প্রতিনিধি

  ১২ মে ২০১৮, ২১:০০

ব্যক্তিগত স্বার্থের কারণে পাহাড়ে আজ রক্তপাতের ঘটনা ঘটছে। এই ভ্রাতৃঘাতী সন্ত্রাস বন্ধ করতে হবে। পাহাড়ে আর রক্ত দেখতে চাই না। এসব সংঘাত ও নৈরাজ্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। খাগড়াছড়িতে হেডম্যান-কারবারি সম্প্রীতি সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

শনিবার দুপুরে খাগড়াছড়ি পৌর টাউন হল মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি সেনা রিজিওন ও পার্বত্য জেলা পরিষদের যৌথ উদ্যোগে এ হেডম্যান-কারবারি সম্প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : নেত্রকোনায় দুদিন বিদ্যুৎ নেই, থাকবে না আরও দুদিন
--------------------------------------------------------

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন খাগড়াছড়ি সেনা রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান, কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি রণিক ত্রিপুরা প্রমুখ।

সম্মেলনে বক্তারা আরও বলেন, বর্তমান সরকার পাহাড়ের শান্তি ফেরাতে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি করেছিল। চুক্তির বিরোধিতা করে তখন একটি সংগঠনের জন্ম হলেও বর্তমানে চারটি সংগঠন আছে। এসব সংগঠনগুলো সাধারণ পাহাড়িদের জিম্মি করে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাহাড়ে শান্তির সুবাতাসকে বাধাগ্রস্ত করছে।

বক্তারা আরও বলেন, যারা পাহাড়ের মানুষের শান্তি কেড়ে নিতে চায়, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে হেডম্যান-কারবারিসহ সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সম্মেলনে পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও স্থিতিশীল সমাজ গঠনে হেডম্যান কারবারিদের ভূমিকা তুলে ধরা হয়।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পানছড়িতে রাতের আঁধারে করাত কলে আগুন
পাবলিক টয়লেটের সামনে পড়ে ছিলো নবজাতকের মরদেহ
খাগড়াছড়ির সব ব্যাংকে নিরাপত্তা জোরদার
খাগড়াছড়িতে ৪ চোরাই মোটরসাইকেলসহ আটক ২ 
X
Fresh