• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাবা-মায়ের কবর জিয়ারতে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি

  ১১ মে ২০১৮, ২২:১৮

দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বাবা-মায়ের কবর জিয়ারত করতে কিশোরগঞ্জের মিঠামইন সফর করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

আজ শুক্রবার দুপুরে ১২টার দিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে মিঠামইন উপজেলা সদরে আসেন তিনি। এ সময় ফুল দিয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান স্থানীয় সরকারি কর্মকর্তারাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মিঠামইন বাজার পরিদর্শন করে কামালপুরে নিজের বাড়িতে যান তিনি। বাড়ির আঙিনায় তাকে গার্ড অব অনার দেয়া হয়। এরপর তিনি নিজ বাড়ির মসজিদে জুম্মার নামাজ পড়েন।
--------------------------------------------------------
আরও পড়ুন : কুষ্টিয়ায় দুই বছরের ছেলেসহ ট্রেনের নিচে মা
--------------------------------------------------------

নামাজের পর বাবা হাজী মো. তায়েব উদ্দিন ও মা মোছা. তমিজা খাতুনের কবর জিয়ারত করেন। এ সময় তিনি সকলের কাছে মা-বাবার জন্য দোয়া চান।

এসময় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, তাদের জন্যই আমি আজ এই অবস্থানে আসতে সক্ষম হয়েছি।

এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুপুরের পর মিঠামইন ডাকবাংলোয় বিশ্রাম শেষে বিকেলে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেন তিনি।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নে ঢাকা-থিম্পু একযোগে কাজের তাগিদ রাষ্ট্রপতির
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আইনের শাসন সুসংহত করতে হবে : রাষ্ট্রপতি
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
X
Fresh