• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভিটে বাড়ি ছাড়লো ঝিনাইদহে নিখোঁজ হিন্দু পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি

  ১১ মে ২০১৮, ১৫:২০

ঝিনাইদহের কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ৪ সদ্যসের একটি পরিবার ঘর ছাড়া হয়েছে। তাদের পরিকল্পিতভাবে তুলে নিয়ে গেছে, না নিজে থেকে বাড়ি ছেড়ে চলে গেছে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বাড়িতে গোয়ালে পড়ে আছে গরু, হাসমুরগী সবই আছে। ঘটনাটি জেলার কালীগঞ্জ উপজেলাধীন ২নং জামাল ইউনিয়নের পার-খালকূলা গ্রামের। বিষয়টি নিয়ে পুরো এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, চলতি বছরের ৪ মে সন্ধ্যার পর থেকে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়েছেন পরিবারটি। নিখোঁজ হওয়া এ পরিবার প্রধানের নাম সুকুমার বিশ্বাস। যিনি রাজবংশী সম্প্রদায়ের সদস্য। অন্য সদস্যরা হলেন সুকুমার বিশ্বাসের স্ত্রী রেনু রানী, পুত্রবধু রিপা রানী ও নাতি সনদ বিশ্বাস। গেল ৩ মাস আগে সুকুমারের একমাত্র ছেলে স্বপন কুমার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

--------------------------------------------------------
আরও পড়ুন : ময়মনসিংহে বাস সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
--------------------------------------------------------

সুকুমারের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ি-ঘরে তালা দেয়া। গোয়ালে একটি গাভী অনাহারে দাঁড়িয়ে আছে। আমিরুল জোয়ার্দার নামে এক প্রতিবেশী বাড়ির উঠানে গরুর ঘাস কাটছেন।