• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বেনাপোলে প্রায় ৬ কেজি সোনা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

  ১১ মে ২০১৮, ১৫:০১

সীমান্তে থামছে না সোনা ও ডলার পাচার। নিরাপদ রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে রুটটিকে। দুই দিনে বেনাপোল সীমান্তে পৃথকভাবে প্রায় ৬ কেজি সোনা জব্দ করেছে বিজিবি। এরমধ্যে শুক্রবার সকালে ৩ কেজি ৯শ ৬০গ্রাম ওজনের ৩৪টি সোনার বার ও বৃহস্পতিবার রাতে ২ কেজি ৭শ ৪০ গ্রাম ওজনের ২৪টি সোনার বার উদ্ধার করা হয়।

এছাড়া অপর এক ঘটনায় ১ লাখ ডলারসহ ২ জনকে আটক করেছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক আরটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার সকালে বেনাপোল কাঁচা বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি ৯শ’ ৬০গ্রাম ওজনের ৩৪টি সোনার বার উদ্ধার করা হয়। যার প্রকৃত মূল্য এক কোটি ৭০ লাখ ২৪ হাজার টাকা। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে ঘিবা জোড়া ব্রিজের কাছে অভিযান চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া ২ কেজি ৭শ ৪০ গ্রাম ওজনের ২৪টি সোনার বার জব্দ করা হয় যার মূল্য ১ কোটি ১৭ লাখ ৮২ হাজার টাকা। একই দিনে রঘুনাথপুর সীমান্ত থেকে ২১লাখ ডলার সহ ২জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন :

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুকি-চিনের হাতে অপহৃত সেই ব্যাংক ম্যানেজারকে বদলি
বিয়ের জন্য যেমন মেয়ে পছন্দ জায়েদ খানের
সোনাইমুড়ীতে ঈদ পুনর্মিলনী ও আলোচনাসভা অনুষ্ঠিত
‘সোনার চর’ হাউসফুল, উচ্ছ্বসিত হয়ে যা বললেন জায়েদ খান
X
Fresh