• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৪০ হাজার মার্কিন ডলারসহ হুন্ডি ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি

  ১০ মে ২০১৮, ১৯:১৫

যশোরের বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে ৪০ হাজার মার্কিন ডলারসহ এনামুল(৩০) নামের এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী থেকে মার্কিন ডলারের চালানটি জব্দ করে ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। এনামুল নড়াইলের কালিয়া উপজেলার খাসিয়াল গ্রামের আবু বক্করের ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বলেন, বিপুল পরিমাণ মার্কিন ডলারের চালান পাচার হচ্ছে- এমন খবর পেয়ে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। একপর্যায়ে আমড়াখালী চেকপোস্টে বরিশালগামী এমএম পরিবহন থেকে সন্দেহভাজন এনামুলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০ হাজার মার্কিন ডলার জব্দ করা হয়।

মুদ্রাপাচার আইনের মামলায় এনামুলকে বেনাপোল পোর্ট থানায় এবং জব্দকৃত ডলার বেনাপোল শুল্কভবনে হস্তান্তর করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন :

কে/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত থেকে এলো ১ হাজার টন আলু
৮ মাসেই ২০৩ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ
কেক কাটার পর চলন্ত ট্রেনের নিচে মা-মেয়ের ঝাঁপ
বিদেশি ঋণ এখন ১০০ বিলিয়ন ডলারেরও বেশি
X
Fresh