• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খাগড়াছড়িতে সজীব হত্যার প্রতিবাদে ড্রাইভার কর্মবিরতি

স্টাফ রিপোর্টার

খাগড়াছড়ি

  ০৭ মে ২০১৮, ২১:৩৪

খাগড়াছড়িতে রেন্ট-এ কার পাড়াজুড়ে চলছে শোক। উড়ছে কালো পতাকা। দিনভর ঘুরেনি ভাড়ায় চালিত কার, মাইক্রোর চাকা। চালকরা শোক নিয়ে পালন করেছেন কর্মবিরতি।

এক সহকর্মীকে অকালে হারিয়ে প্রতিবাদের ভাষাও হারিয়েছেন চালকরা। তারা প্রশ্ন ছুঁড়ছেন পাহাড়ে কি তাদের (চালকদের) নিরাপত্তা নিয়ে কারও মাথা ব্যথা নেই?

চালকরা বলেন-রাত-বিরাতে আমরা (চালকরা) মানুষের সেবা দিয়ে থাকি। আর এ কাজটুকু করতে গিয়ে প্রত্যেকেই ডাকাতি, হামলা ও ভাংচুরের শিকার হয়েছি। শেষ পর্যন্ত সন্ত্রাসীদের ব্রাশফায়ারে হারিয়েছি প্রিয় এক সহকর্মী সজীব হোসেনকে।

সজীব হোসেনকে হারিয়ে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন খাগড়াছড়ি রেন্ট-এ কার চালক সমিতির সদস্যরা।

--------------------------------------------------------
আরও পড়ুন : জাফর ইকবালের কক্ষ থেকে সন্দেহভাজন আটক
--------------------------------------------------------

গত শুক্রবার রাঙামাটির নানিয়ারচরে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত মাইক্রো চালক মো. সজীব হোসেনের হত্যাকারীদের বিচারের দাবিতে আজ সোমবার কর্মবিরতি পালন করেছে সমিতির সদস্যসরা। সকালে পৌর টাউন হল প্রাঙ্গণে ভাড়ায় চালিত রেন্ট-এ কার চালক সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় বক্তারা বলেন, পাহাড়ে সন্ত্রাসীদের অব্যাহত চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণের ঘটনায় গাড়ি চালকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সরকারের কাছে নিরাপত্তা চেয়ে খাগড়াছড়ির আলুটিলাসহ কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন বক্তারা।

সজীব হোসেনকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, এ ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি মো. ইউনুস, সিএনজি সমিতির সভাপতি মো. জসিমসহ রেন্ট-এ কার চালক সমিতির নেতৃবৃন্দ। এর আগে সকাল ৬টা থেকে শুরু করে তাদের কর্মবিরতি সন্ধ্যা ৬টায় শেষ হয়। এসময় তারা সমিতির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও বুকে কালো ব্যাজ ধারণ করেন।

প্রসঙ্গত, রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে বেতছড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ৫জন নিহত হন। এরমধ্যে গাড়ি চালক সজীব হোসেনও ছিলেন।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাগড়াছড়িতে ৪ চোরাই মোটরসাইকেলসহ আটক ২ 
শিক্ষকরা অনিয়মিত, শিক্ষার্থীরা নিয়মিত যে বিদ্যালয়ে
পানছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত ১
X
Fresh