• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বগুড়ায় ধানক্ষেত থেকে ৪ গলাকাটা লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি

  ০৭ মে ২০১৮, ১১:৪১

বগুড়ায় শিবগঞ্জ উপজেলার একটি ধানক্ষেত থেকে চার ব্যক্তির হাত বাঁধা গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমববার সকালে উপজেলার আটমূল ইউনিয়নের ডাবুইর পাথার গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে ২ জনের নাম জানা গেছে। তারা হলেন শিবগঞ্জ উপজেলার ভায়েরপুকুর কাঠগাড়ি চকপাড়া গ্ৰামের আছিরের ছেলে সাবলু (৩০) ও ধূলাঝাড়া গ্ৰামের জহুরুলের ছেলে জাকারিয়া (৩২)।

শিবগঞ্জ থানার ওসি সাহিদ মাহমুদ খান আরটিভি অনলাইনকে জানান, সোমবার সকালে ডাবুইর পাথার এলাকার একটি ধানক্ষেতে চারজনের হাত বাঁধা গলাকাটা ৪টি মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া সদর হাসপাতালে পাঠিয়েছে।

ওসি আরও জানান, নিহতদের প্রত্যেকের গলা ছিল কাটা; হাত পিছমোড়া করে বাঁধা। তাদের পরনে গেঞ্জি, শার্ট ও প্যান্ট ছিল।

ওই চারজনকে অন্য কোথাও হত্যা করে ওই ক্ষেতে মরদেহ ফেলে যাওয়া হয়েছে কিনা-সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

এসএস/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
পুকুরে ভাসছিল শিশুর মরদেহ, টানাটানি করছিল কুকুরে!
ডেকে এনে তরুণকে কুপিয়ে হত্যা, লাশ ফেলা হলো পুকুরে
নিখোঁজের ৫ দিন পর সেপটিক ট্যাংক থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার
X
Fresh