• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এবার রাজশাহীতে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ০৬ মে ২০১৮, ১৪:১১

গত বছরের চেয়ে এবার রাজশাহী শিক্ষা বোর্ডের পাসের হার কমেছে। এবার পাসের হার ৮৬ দশমিক ০৭ শতাংশ। গত বছর ছিল ৯০ দশমিক ৭০ শতাংশ। ফলে পাসের হার কমেছে ৪ দশমিক ৬৩ শতাংশ। তবে পাসের হার কমলেও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা বেড়েছে।

রোববার রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৭ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী। এবার পেয়েছে ১৯ হাজার ৪৯৮ শিক্ষার্থী। অর্থাৎ ২ হাজার ১৪৯ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এ বছর রাজশাহী বোর্ডের অধীনে বিভাগের আট জেলা থেকে অংশ নিয়েছে ১ লাখ ৯৪ হাজার ৫৪৩ জন পরীক্ষার্থী। গত বছর ছিল এক লাখ ৬৭ হাজার ৩৩২ জন পরীক্ষার্থী।