• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে উত্ত্যক্ত, হেলপার ও চালক আটক

চট্টগ্রাম প্রতিনিধি

  ০৫ মে ২০১৮, ১৮:২৯

চট্টগ্রামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বাসচালক ও তার সহকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে সহপাঠীরা।

শনিবার দুপুর দেড়টার দিকে নগরের ওয়াসা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

আটক বাসচালক মো. রাসেল ও তার সহকারী মো. হানিফকে চকবাজার থানায় নিয়ে যাওয়া হয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. নূরুল হুদা আরটিভি অনলাইনকে জানান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী নগরীর সিমেন্ট ক্রসিং এলাকা থেকে বহদ্দারহাটগামী বাসে উঠেন। পথে চালক ও তার সহকারী তাকে নানা কুৎসিত অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত করা শুরু করে। পরে ছাত্রী বাস থেকে নেমে বিষয়টি তার সহপাঠীদের জানান। ছাত্রীর সহপাঠীরা বাসটি থামিয়ে চালক মো. রাসেল ও তার সহকারী মো. হানিফকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

--------------------------------------------------------
আরও পড়ুন : গাজীপুরে বস্তির ভোটারদের মন জয়ের চেষ্টা প্রার্থীদের
--------------------------------------------------------

ওসি আরও জানান, আটক দুইজনকে ইপিজেড থানায় হস্তান্তর করা হবে। ঘটনাটি যেহেতু ইপিজেড থানা এলাকায় ঘটেছে, তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা তারাই নেবে।

আরও পড়ুন :

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ, হাসপাতালে নোবিপ্রবি শিক্ষার্থী
X
Fresh