• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হবিগঞ্জে ৭ ঘণ্টা পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার

হবিগঞ্জ প্রতিনিধি

  ০৫ মে ২০১৮, ১৪:৩৩

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ৭ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে।

শনিবার দুপুরে এ পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এর আগে সিএনজি (অটোরিকশা) শহরের পৌদ্দার বাড়ি এলাকায় রাস্তায় দাঁড় করিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গ্যাস নেয়ার প্রতিবাদে এ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা মোটর মালিক গ্রুপ।

এতে সকালে জেলা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খশুভ্র রায় জানান, শহরের পোদ্দারবাড়ি এলাকায় একটি সিএনজি স্টেশনের সামনে রাস্তায় অটোরিকশা দাঁড় করিয়ে বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এখানে প্রতিদিন সহস্রাধিক সিএনজি অটোরিকশা গ্যাস নেয়। বিষয়টি বেশ কয়েকবার ফিলিং স্টেশনের কর্তৃপক্ষকে অবগত করা হলেও কোনো পদক্ষেপ নেয়নি। তাই এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গ্যাস নেওয়া বন্ধ করা না হওয়া পর্যন্ত মালিক গ্রুপ বাস চলাচল বন্ধ রাখবে বলেও তিনি জানান।

শঙ্খশুভ্র রায় আরও জানান, ধর্মঘট চলাকালীন সময়ে হবিগঞ্জ-ঢাকা, হবিগঞ্জ-সিলেটসহ জেলার অভ্যন্তরীণ রোডগুলোতে বাস ও মিনি বাসসহ সকল পরিবহন চলাচল বন্ধ থাকবে।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসির ক্রয় পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ
সদরঘাটে হতাহতে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
X
Fresh