• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

গ্রেপ্তার এড়াতে পুলিশের উদ্দেশ্যে মলমূত্র নিক্ষেপ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ মে ২০১৮, ২৩:৫৪

নেত্রকোনায় গ্রেপ্তার এড়াতে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে মলমূত্র নিক্ষেপ করেন দেড় ডজনেরও বেশি মামলার আসামি আলম মিয়া(৩২)। তবু রেহাই মেলেনি তার।

বৃহস্পতিবার গভীর রাতে নেত্রকোনা শহরের জয়নগরে চুরির প্রস্তুতি নেয়ার সময় আলমকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

শহরের চকপাড়া এলাকার বাসিন্দা বাদল মিয়ার ছেলে আলম মিয়া। অনেক দিন ধরে মাদক সেবন, মাদক ব্যবসা ও বিভিন্ন বাসাবাড়িতে চুরির সঙ্গে জড়িত তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. বোরহান উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলমকে ধরতে গেলে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্যাগভর্তি মলমূত্র ছুড়ে দেন। এতে উপপরিদর্শক(এসআই) শাখাওয়াত হোসেন, আব্দুল জলিল, তপন বাকালিসহ অন্যদের শরীর ও পোশাক নোংরা হয়ে যায়। এরপর আলম লাঠি নিয়ে পুলিশের ওপর চড়াও হন। তবে রেহাই পাননি তিনি। শেষপর্যন্ত ২৩০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।

আলমের নামে নতুন করে আরও একটি মামলা করে শুক্রবার বেলা দেড়টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন ওসি বোরহান উদ্দিন।

কে/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার
তীব্র গরমে পুলিশ সদস্যদের প্রতি ১১ নির্দেশনা
নোয়াখালীতে আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার
শাবনূরকে চিনতে না পেরে আটকে দিল পুলিশ
X
Fresh