• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে ছয়জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

  ০৩ মে ২০১৮, ২১:২৩

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহে ছয়জনকে আসামি করে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হকের আদালতে সদর উপজেলার রাজগঞ্জ গ্রামের মৃত আলাল উদ্দিনের স্ত্রী সাহেরা খাতুন বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন মেসর উদ্দিন (৮৫), গিয়াস উদ্দিন (৬৫), শরাফ উদ্দিন (৭২), হাসান আলী (৫৬), দুলাল মিয়া (৫৮) ও সিদ্দিকুর রহমান (৬০)। এরা সবাই সদর উপজেলার রাজগঞ্জ ও রাঘবপুর গ্রামের বাসিন্দা।

বিচারক মামলাটি আমলে নিয়েছেন। পরবর্তীতে এবিষয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী নজরুল ইসলাম চুন্নু।

আইনজীবী জানান, মামলার এজাহারে বলা হয়েছে ১৯৭১ সালে ৩০ নভেম্বর রাজগঞ্জ বাজার সংলগ্ন অরফুজ আলী ও হজরত আলীর বাড়িতে রাজাকার মেসর উদ্দিনের নেতৃত্বে আসামিরা হামলা করে মালামাল লুট করে।

এ সময় তারা অরফুজ আলী ও হজরত আলীকে বাড়ি থেকে ধরে নিয়ে জবাই করে হত্যা করে ব্রহ্মপুত্র নদে তার মরদেহ ফেলে দেয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় মানবতাবিরোধী অপরাধ বন্ধের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
যুদ্ধাপরাধের মামলায় শেরপুরের তিনজনের বিরুদ্ধে রায় আজ
X
Fresh