• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘দাগ’ লেগেছে আমের গায়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মে ২০১৮, ১৯:৪১

কয়েক দফা ঝড় ও শিলা বৃষ্টিতে নওগাঁয় আম বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। এরইমধ্যে বাগানগুলোর প্রায় ৪০ শতাংশ আম ঝরে গেছে বলে দাবি চাষিদের। গাছে থাকা বেশির ভাগ আমে দাগ লেগেছে।

কৃষি বিভাগ বলছে, এরপরও আবহাওয়া ভালো থাকলে আমের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

আমে পাতা ঢেকে ছিল নওগাঁর বাগানগুলোতে। ফলন বেশ ভালো পাওয়ার আশায় ছিলেন চাষিরা। কিন্তু কয়েক দফা কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে বাগানগুলোর সে রূপ অনেকটাই বদলে গেছে। অনেক বাগানে আম ঝড়ে পড়েছে। পাশাপাশি আমে পড়েছে কালো দাগ। এতে লোকসানের শঙ্কায় রয়েছেন কৃষকরা।

আমবাগানের এক মালিক আরটিভিকে জানান, মুকুল পর্যাপ্ত পরিমাণে এসেছিল। আমও প্রচুর পরিমাণে ধরেছে। তবে পরপর দুইদফা ঝড় ও শিলাবৃষ্টিতে নওগাঁ জেলায় আমের ব্যাপক ক্ষতি হয়েছে।

স্থানীয় এক যুবক আরটিভিকে জানান, যে ঝড়-বৃষ্টি ও পাথর পড়েছে তাতে আম সব শেষ।

--------------------------------------------------------
আরও পড়ুন :চিরিরবন্দরে লিচুর বাগানে ‘মধুর হাঁড়ি’
--------------------------------------------------------

অপর এক বাগান মালিক আরটিভিকে জানান, এরকম ঝড়-বৃষ্টি ও শিলা আরেকটু হলে আমার বাগানে আর কোনো আম থাকবে না।

এই ক্ষতি হওয়ার পরও দেশের যেকোনো অঞ্চলের তুলনায় এখানে আমের ফলন বেশি হবে বলে দাবি করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিক।

তিনি আরটিভিকে জানান, কৃষকদের আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। প্রত্যেক শীষে যদি একটি করেও আম থাকে, তাহলে এই জেলায় ভালো ফলন হবে বলে আশা করছি।

নওগাঁর ১১টি উপজেলার ১৪ হাজার পাঁচশ’ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে।

আরও পড়ুন :

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমার ঘুম ভাঙাইয়া গেলো গো মরার কোকিলে
চাল আমদানি না করায় সাশ্রয়ী হয়েছে ডলার 
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার বন্ধ
X
Fresh